নিউটাউনঃ নিউটাউনে মহিলা আইটি কর্মীর রহস্য মৃত্যু।ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। পুলিশের দাবি ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। মৃত কর্মীর নাম লাকি অধিকারি।বাড়ি উত্তর ২৪পরগনার বাগদায়। গত এক মাস ধরে নিউটাউনের ওই বাড়িতে ভাড়া ছিলেন তিনি।
বাড়ি মালিক জানিয়েছেন রবিবার সকালে মহিলার অফিস থেকে ফোন করে জানান হয় তিনি ফোন ধরছেন না। খবর নিতে গিয়ে বাড়িমালিক দেখেন ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না মেলায় পুলিশে খবর দেন তিনি। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। ঘর থেকে একটি ডায়রি ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ডায়রিতে সুইসাইড নোট লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃত্যুর আগে কার কার সঙ্গে কথা বলেছিলেন মহিলা, কারও সঙ্গে মনোমালিন্য বা রাগারাগি হয়েছিল কিনা, কল লিস্ট খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।