বিশ্বজিৎ দেবনাথ , উত্তর ২৪ পরগনাঃ গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ । ধৃতের নাম আজগর আলী মন্ডল (৩০)। হাবরা থানার অন্তর্গত বামিহাটি রাঘবপুর এলাকার বাসিন্দা সে । রবিবার রাতে ধাপধারা বাজার থেকে একটি নাইন এমএম পিস্তল সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ । গতকাল রাতে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে আজগরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের । তারপরেই তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ । সোমবার ধৃতকে বারাসত আদালতে পাঠানো হয় ।
Related Articles
‘ইংরেজের অসভ্যতাকেও হার মানিয়েছে কলকাতা পুলিশ’ সায়ন্তন বসু
পুরুলিয়াঃ ইংরেজের অসভ্যতা কে হার মানিয়েছে কোলকাতা পুলিশ। ইংরেজ ক্ষুদিরাম বসুর ফাঁসির পর দেহ নিয়ে এধরনের আচরণ করেনি। মাস্টারদা সূর্যসেনের ফাঁসির পরও তাঁর দেহ পরিবারের হাতে তুলে দিয়েছিলো। অথচ বীরভূমের নানুরে বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের খুনের পর রাতের অন্ধকারে হাসপাতাল থেকে চোরের মত দেহ তুলে নিয়ে গিয়ে চরম অসভ্যতা প্রমাণ দিয়েছে কোলকাতা পুলিশ। মঙ্গলবার পুরুলিয়া […]
বাসের ধাক্কায় জখম বাইক আরোহী
হাওড়াঃ বাসের ধাক্কায় গুরুতর জখম হল এক বাইক আরোহী । সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বেলিলিয়াস রোডে নরসিংহ দত্ত কলেজের সামনে । স্থানীয় সূত্রে খবর টিকিয়া পাড়ার বাসিন্দা এক যুবক এদিন বাইকে করে যাওয়ার সময় পিছন থেকে 57 রুটের একটি বেসরকারি বাস তাকে ধাক্কা মারে । ঘটনাস্থলেই গুরুতর জখম হয় বাইক আরোহী । ঘটনার প্রতিবাদে উত্তেজিত […]
কোচবিহারে ইদুজ্জোহা পালিত, শুভেচ্ছা বিনিময়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
কোচবিহার, ১২ আগস্ট: সোমবার ইদুজ্জোহা পালিত হল কোচবিহারেও। কোচবিহারের রাজবাড়ির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিনটি পালন করা হয়। কোচবিহার জেলা অঞ্জুমান–ই–ইসলামিয়ার পক্ষ থেকে গোটা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সেখানে নমাজ পাঠ করা হয়। নমাজ পাঠের পর ত্যাগ, সহনশীলতা, শান্তির বার্তা দিয়ে একে অপরকে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করা হয়। বড়দের পাশাপাশে কচিকাঁচারাও নমাজ পাঠে অংশ নেয়। […]