পুরুলিয়া: “মাহাতোদের নিয়ে রাজনীতি করছে বিজেপি। তাদের তপশিলী উপজাতি গোষ্ঠীভুক্ত করার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। দার্জিলিংয়েও বলেছিল ১১টি জনজাতিকে তপশিলী উপজাতি গোষ্ঠীভুক্ত করে দেবে। কিচ্ছু করেনি। করার হলে এই পাঁচ বছরেই করত।” হুড়ার লধুড়কা চণ্ডেশ্বর ধামে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে ফের বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিনি জানান পুরুলিয়ার ছররায় বিমানন্দর তৈরি হচ্ছে। যাতে শিল্পপতি থেকে বিভিন্ন কর্পোরেট হাউসের লোকজন সহজেই পুরুলিয়ায় পৌঁছে যেতে পারবেন। এর পাশাপাশি সাম্প্রদায়িক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি। এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র জিয়েন্দ্র তিওয়ারি, মন্ত্রী শান্তিরাম মাহাতো, রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দাপাধ্যায় ও জেলা নেতৃত্ব। লধুড়কা সভার পর বিকেলে কোটশিলা ডাক বাংলো মাঠে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

