বাঁকুড়াঃ শালতোড়ায় খুন হওয়া তৃণমূল নেতার স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন জেলার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তাঁর সন্তানদের ভবিষ্যতে যাতে কোনও অসুবিধা না হয় , সে বিষয়েও দেখার কথা জানান তিনি । শনিবার বাঁকুড়ায় এসে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়ে মৃত বাঁকুড়ার সালমা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কাজল মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি । আগামী দিনে তাদের পাশা থাকার আশ্বাস দেন । এই খুনের নেপথ্যে বিজেপিকে দায়ি করে তিনি বলেন, কয়েক জন গ্রেফতার হয়েছে। আগামীদিনে ঘটনায় যুক্ত বাকিরাও যাতে শাস্তি পায় তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের কাছে দলের পক্ষ থেকে দাবি জানানো হবে ।
বাঁকুড়ার নব নির্বাচিত বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকারের নাম করে তিনি বলেন-শান্তি আর উন্নয়নের নাম করে বড় বড় কথা বলে ওরা জিতেছেন’। কি পরিস্থিতি চলছে ওনার নিজের এসে দেখা উচিৎ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সিপিএমকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, এই এলাকায় দশকের পর দশক সিপিএমের হার্মাদরা লাল জামা পরে অত্যাচার চালিয়েছে। এখন তারাই জামা বদলে গেরুয়া জামা পরে একই কাণ্ড ঘটাচ্ছে। বিজেপি নেতারা তাদেরকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে প্রশ্রয় দিচ্ছে বলেও এদিন অভিযোগ করেন শুভেন্দুবাবু ।