গোপাল শীল , দক্ষিণ ২৪ পরগনাঃ যুব তৃণমূল কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে ক্যানিং থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হল যুব তৃণমূল কংগ্রেস । ক্যানিং যুব তৃণমূল সভাপতি পরেশ রাম দাসের অভিযোগ , যুব তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ সর্দারকে মিথ্যা মামলায় আটক করেছে ক্যানিং থানার আইসি মানস চক্রবর্তী । আইসি-র বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানো , বেআইনি তোলা সহ বিভিন্ন কুকর্মের অভিযোগ এনে সোমবার ক্যানিং থানার সামনে বিক্ষোভ দেখান পরেশরাম বাবু । সঙ্গে উপস্থিত ছিল যুব তৃণমূলের অন্যান্য কর্মীরাও ।

