রাজীব মুখার্জী, হাওড়াঃ গৃহহীন টিবি রোগীর চিকিৎসার ব্যবস্থা হল দিদিকে বলোর সৌজন্যে। বিগত বেশ কয়েকমাস যাবৎ টিবির সমস্যায় ভুগছিলেন চন্দ্রনাথ মিশ্র নামে হাওড়ার এক যুবক। পাড়ারই এক ব্যক্তি জগন্নাথ চক্রবর্তী তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও সঠিক চিকিৎসার সুবন্দোবস্ত করতে পারছিলেন না। যুবকের স্থানীয় কোনও ঠিকানা না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করতে রীতিমত সমস্যায় পড়তে হয় জগন্নাথবাবুকে।

এদিকে ওই যুবকের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। অবশেষে ‘দিদিকে বলো’র নম্বরে ফোন করে সাহায্য চান জগন্নাথবাবু। আর তাতেই সাথে সাথে কাজ হয়। সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের অফিস থেকে যোগাযোগ করে তাকে বলা হয় মেডিক্যাল কলেজের ডেপুটি সুপারের সাথে অবিলম্বে যোগাযোগ করতে। এরপর সেখানে রোগীকে ভর্তি নেওয়ার পাশাপাশি চিকিৎসার সুবন্দোবস্ত করা হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জগন্নাথবাবু। তার মতে কেউ যদি একটু ধৈর্য্য নিয়ে ‘দিদিকে বলো’তে যোগাযোগ করে তার সমস্যার অবশ্যই সমাধান হবে।
